ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে অজগর উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৪
ফটিকছড়িতে অজগর উদ্ধার ...

চট্টগ্রাম: ফটিকছড়িতে ১৩ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার করা হয়েছে।  

রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সুয়াবিল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড রাজার বাজার এলাকার বারমাসিয়া খালের পাড় থেকে স্থানীয়রা সাপটি দেখতে পায়।

এলাকাবাসীর ধারণা, অজগরটির পেট ফুলে থাকায় শনিবার দুপুরে পর থেকে স্থানীয় রহিম বাদশার নিখোঁজ ছাগলটি ওই অজগর খেয়ে ফেলেছে।

স্থানীয় বাসিন্দা মুহাম্মদ মুছা জানান, কৃষকরা খালের পাড়ে ঘাস কাটতে গিয়ে বিশালাকার অজগরটি দেখে সবাইকে খবর দেয়।

ইউপি সদস্য মিন্টু জানান, আশপাশের পাহাড় থেকে অজগর সাপটি নেমে আসতে পারে। শোভনছড়ি বন বিভাগকে খবর দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।