ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৪
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ ...

চট্টগ্রাম: পরিবহন শ্রমিককে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে নতুন ব্রিজ এলাকায় বিক্ষোভ করেন তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

পরিবহন সংশ্লিষ্টরা অভিযোগ করেন, একটি লোকাল বাস চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যেতে নানান সংগঠনের নামে দেড় হাজার টাকার বেশি চাঁদা দিতে হয়।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে ঈগল পরিবহনের এক চালককে দোহাজারীতে মারধর করা হয়। এর জের ধরে যানবাহন চলাচল বন্ধ রেখেছেন তারা।

এদিকে যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে কোনও বাস চট্টগ্রাম ছেড়ে যায়নি। পাশাপাশি কক্সবাজার থেকেও কোনো বাস চট্টগ্রামে আসেনি।  নতুন ব্রিজ এলাকায় গাড়ির জন্য অনেক মানুষকে অপেক্ষায় থাকতে দেখা গেছে। পূর্ব ঘোষণা ছাড়া যানবাহন চলাচল বন্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।