ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে মৎস্যজীবী লীগের নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৪
বাঁশখালীতে মৎস্যজীবী লীগের নেতা গ্রেপ্তার ...

চট্টগ্রাম: বাঁশখালীর চাম্বল বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় দক্ষিণ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য কফিলুল করিমকে গ্রেপ্তার করা হয়েছে।  

শুক্রবার (৪ অক্টোবর) ভোরে বাঁশখালী উপজেলার তোতকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

কফিলুল করিম (৪১) বাঁশখালী উপজেলার খুদুকখালীর মন্নান পাড়ার আবদুর রহিমের ছেলে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, বাঁশখালী থানার চাম্বল বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় কফিলুল করিমকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।