ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মা-মাছ রক্ষায় নৌ পুলিশের অভিযান, আটক ১ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
মা-মাছ রক্ষায় নৌ পুলিশের অভিযান, আটক ১  ...

চট্টগ্রাম: জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় নদীতে মাছ ধরা ২২ দিন নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রতিদিন অভিযান চালাচ্ছে সদরঘাট নৌ পুলিশ।

 

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে কর্ণফুলী নদী থেকে জাল, নৌকা ও মো. জসিম নামে এক জেলেকে আটক করেছে নৌ পুলিশ।  

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বাংলানিউজকে বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি, জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌ পুলিশের নিয়মিত অভিযান চলছে।

আজ একজনকে জাল ও নৌকাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।