চট্টগ্রাম: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবকে ব্যর্থ করতে আওয়ামী লীগ ও তাদের দোসরদের ষড়যন্ত্র থেমে নেই। ফ্যাসিবাদের ষড়যন্ত্রের ফাঁদে বর্তমান রাষ্ট্রযন্ত্রকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে হাটহাজারীর গুমানমর্দন ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেশের প্রাথমিক সংকট কাটিয়ে নির্বাচনের পরিবেশে তৈরি করে, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার দিনে দিনে গভীর সংকটে নিমজ্জিত হচ্ছে। চলমান সংকট উত্তরণে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগীতা করে আসছে। তারেক রহমানের নেতৃত্বে দেশের জনগণ ঐক্যবদ্ধ আছে।
গুমানমর্দন ইউনিয়ন বিএনপির সভাপতি হোসেন মেম্বারের সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ও মোহাম্মদ ওবায়দুর রহমানের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, উত্তরজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আকবর আলী, উত্তরজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, চট্টগ্রাম উত্তরজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল, উত্তরজেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি এম সাইফুল ইসলাম, হাটহাজারী উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নুরুল কবির তালুকদার, হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান তকি।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দুবাই বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মঞ্জু, ডা. আবুল খায়ের, মো. রহমত উল্লাহ মেম্বার, মো. কামাল উদ্দিন, মো. এয়াকুব মেম্বার, হাটহাজারী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আরেফিন সাইফুল ইসলাম, মো. আলী পিয়ারু প্রমুখ।
পরে মীর হেলাল প্রায় পাঁচ শতাধিক দুস্থ নারী ও পুরুষদের মধ্যে শীতবস্ত্র, কম্বল এবং রান্না করা খাবার বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
এমআর/টিসি