চট্টগ্রাম: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা জাসাস এর সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) নাসিমন ভবন দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
সাধারণ সম্পাদক আশ্রাফ উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি বাবর উদ্দিন আহমেদ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এম এ হালিম।
সভায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে দেশবাসীকে রক্ষা করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাসাস প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশি সংস্কৃতিকে যাতে আমরা বিশ্ব দরবারে তুলে ধরতে পারি, সেই লক্ষ্যে জাসাসকে কাজ করতে হবে। গত ১৭ বছর ভিন্ন সংস্কৃতি আমাদের দেশে সয়লাব হয়ে গেছে। বাংলাদেশের গুণীজন, শিল্পী, কবি, সাহিত্যিক, সংস্কৃতি কর্মী, বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিকদের কদর করতে হবে। গত ১৭ বছর ভিন্নমত পোষণ করলেই অত্যাচার নির্যাতন করা হতো, এই অপশাসন এবং অপসংস্কৃতি রোধে জাসাস কাজ করে যাবে।
আলোচনা সভা শেষে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের আগে জাসাস চট্টগ্রাম উত্তর জেলার নেতৃবৃন্দ শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এদিন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসাস উত্তর জেলার সিনিয়র সহ-সভাপতি সাহাদাত খন্দকার, সহ-সভাপতি আইয়ুব খান চৌধুরী, দীপ্তকমল সাংস্কৃতিক একাডেমির অধ্যক্ষ অ্যাডভোকেট জুয়েল, খোরশেদ আলম, হেলাল খান, সুমন বাপ্পি, মো. শাহজাহান, শাহাদাত হোসেন, অ্যাডভোকেট মো. তারেক, রফিকুল ইসলাম লিটন, সাহেদ বিন হাশেম পলাশ, নুরুল আমিন চৌধুরী, মোহাম্মদ সাহেদ সহ নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
এসি/টিসি