ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, চার ফার্মেসি মালিককে জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, চার ফার্মেসি মালিককে জরিমানা  ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রির দায়ে চার ফার্মেসি মালিককে ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বুধবার (০৪ ডিসেম্বর) বোয়ালখালী পৌর সদরে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

 

তিনি বলেন, বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রির দায়ে পৌর সদরের ইকবাল ফার্মেসির মালিককে ৩ হাজার টাকা, গ্রামীণ মেডিসিন কর্ণার এর মালিককে ২০ হাজার টাকা, মনোরমা ফার্মেসির মালিককে ৩০ হাজার টাকা এবং জনসেবা ফার্মেসির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন ঔষধ প্রশাসন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এস এম সুলতানুল আরেফিন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।