ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আহলা দরবার শরীফে ইসলাম মাওলার ওরশ ১৪ ডিসেম্বর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
আহলা দরবার শরীফে ইসলাম মাওলার ওরশ ১৪ ডিসেম্বর ...

চট্টগ্রাম: বোয়ালখালীর আহলা দরবার শরীফে শাহসূফী সৈয়দ মাওলানা মাজহারুল ইসলাম আল মাইজভাণ্ডারীর (ইসলাম মাওলা) ৪২তম ওরশ অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর।  

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আহলা দরবার শরীফ কেন্দ্রিক সংগঠন আঞ্জুমানে আছাদিয়া ইসলামিয়া খেদমত পরিষদ, বাংলাদেশের চকবাজার কাতালগঞ্জ আবাসিক এলাকাস্থ অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের চেয়ারম্যান শাহজাদা সৈয়দ মোহাম্মদ কুতুব উদ্দিন রাসেল বলেন, ১৪ ডিসেম্বর মহাসমারোহে আহলা দরবার শরীফে ইসলাম মাওলার ওরশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দরবার শরীফ প্রাঙ্গণে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এর মধ্যে রয়েছে- খতমে কোরান, হামদ ও নাতে রাসুল, ওয়াজ মাহফিল, ফাতেহা পাঠ, যিকির, মিলাদ, দোয়া ও ছেমা মাহফিল।  

আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মোহাম্মদ কুতুব উদ্দিন রাসেলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ মুসা, নুরুল কবির, মাওলানা মঞ্জুর হোসাইন আল কাদেরী, ডা. আজিজুল হক, খোরশেদ আলম মান্নান, মো. বেলাল হোসাইন, মো. রাশেদ, জামশেদুল ইসলাম চৌধুরী, সাদমান সামিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।