ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিআইইউতে ক্লিনিক্যাল গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বিষয়ক বক্তৃতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
সিআইইউতে ক্লিনিক্যাল গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বিষয়ক বক্তৃতা ...

চট্টগ্রাম: নগরের জামালখানস্থ চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) বিজ্ঞান এবং প্রকৌশল অনুষদের (এসএসই) উদ্যোগে ‘এসএসই লেকচার সিরিজ’ এর ১ম পর্ব বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।  

এতে ক্লিনিক্যাল গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বিষয়ে বক্তব্য দেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো ড. আবুল কালাম মো. রাজীব হাসান।

সভাপতিত্ব করেন সিআইইউ’র বিজ্ঞান এবং প্রকৌশল অনুষদের সহযোগী অধ্যাপক এবং ডিন ড. রুবেল সেন গুপ্ত।  

‘ট্রান্সফর্মিং হেলথ আউটকাম: অ্যাপ্লিকেশন অফ জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন ক্লিনিক্যাল রিসার্চ’ শিরোনামে অনুষ্ঠিত এই পর্বে ড. রাজীব হাসান ‘ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (এনএলপি)’ বিষয়ে তাঁর যুগান্তকারী কাজ নিয়ে আলোচনা করেন।

 

তিনি ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ড ব্যবহার করে বিশেষ করে প্রবীণদের  মধ্যে কার্যকর স্বাস্থ্য তথ্য আহরণ এবং ঝুঁকি পূর্বাভাসের ক্ষেত্রে এনএলপি প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। উদ্ভাবনী গবেষণায় আধুনিক ভাষার মডেল ব্যবহার করে ক্লিনিক্যাল টেক্সট্ প্রসেসিং এবং স্বাস্থ্য ইনফরম্যাটিক্সকে উন্নত করার ওপরও তিনি জোর দেন।  
 
অনুষ্ঠানের শুরুতে ড. রাজীব হাসানের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং বায়োমেডিক্যাল ইনফরম্যাটিক্সে তাঁর অর্জনের ওপর বিস্তারিত তুলে ধরেন সিআইইউর প্রকৌশল  অনুষদের প্রভাষক সামিয়া মুনতাহা। ছাত্র, শিক্ষক ও গবেষকদের উপস্থিতিতে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত লেকচার সেশনটি প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।