চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পতেঙ্গা ও কর্ণফুলী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।
আদেশে বলা হয়, ডিবি দক্ষিণের পুলিশ পরিদর্শক মুহাম্মদ শরীফকে কর্ণফুলী থানার ও নিরস্ত্র পুলিশ পরিদর্শক শফিকুল ইসলামকে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।
বাংলাদেশ সময়: ২১২৩ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
এমআই/টিসি