ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রভাবশালীরা ক্ষতির চেষ্টা করলে আমি তা ঠেকাব: মেয়র শাহাদাত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
প্রভাবশালীরা ক্ষতির চেষ্টা করলে আমি তা ঠেকাব: মেয়র শাহাদাত ...

চট্টগ্রাম: আইনের মধ্যে থেকে রাজস্ব আদায়ে কাজ করলে যদি কোনো প্রভাবশালী ক্ষতির চেষ্টা কর তাহলে রাজস্ব কর্মীদের পাশে থেকে তা ঠেকাবেন বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।  

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) টাইগারপাসের চসিক কার্যালয়ে রাজস্ব বিভাগের ১, ৭ ও ৮ নম্বর সার্কেলের ওয়ার্ড-মহল্লার বিপরীতে ‘পি’ ফরমে প্রাপ্ত আপত্তি নিষ্পত্তির লক্ষ্যে গঠিত রিভিউ বোর্ডের শুনানিতে এ কথা বলেন।

মেয়র বলেন, প্রভাবশালীদের কোনো চাপে রাজস্ব আদায় বন্ধ করবেন না। রাজস্ব আদায় ঠেকাতে কেউ চাপ দিলে তিনি যত প্রভাবশালীই হোন না কেন আমি তা গ্রাহ্য করবো না।

আপনারা আইন অনুসরণ করে রাজস্ব আদায় বাড়িয়ে চট্টগ্রামের উন্নয়নে ভূমিকা রাখুন।  

মেয়র বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন যে রাজস্ব আদায় করে তা দিয়ে নগরের সড়ক সংস্কার থেকে পরিচ্ছন্নতা নিশ্চিতসহ বিভিন্ন সেবামূলক খাতে ব্যয় করা হয়। এ ছাড়া এই রাজস্ব দিয়ে ৮২টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৫৬টি স্বাস্থ্যকেন্দ্রসহ অনেক প্রতিষ্ঠান পরিচালিত হয়৷ এজন্য চট্টগ্রামের উন্নয়ন ব্যয় নির্বাহে স্বনির্ভরতা গড়তে নাগরিকদের গৃহকর দেওয়ার আহবান জানাচ্ছি।  

নাগরিকদের রাজস্ব দিতে যাতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় সেজন্য রিভিউ বোর্ড বসিয়ে নাগরিকদের রাজস্ব যৌক্তিক করা হয়েছে। তবে, ধনী শ্রেণির অনেকেই রাজস্ব ফাঁকি দিতে চান। প্রভাব খাটিয়ে রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করব।
 
রিভিউ বোর্ডে ১ নম্বর সার্কেলের ৩৪ জন, ৭ নম্বর সার্কেলের ৭০টি এবং ৮ নম্বর সার্কেলের ৩৫ জনের আপিল শুনানি হয়। রিভিউ বোর্ডে চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিনসহ রিভিউ বোর্ডের সদস্যরা এবং রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।