ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পেনিনসুলায় সপ্তাহব্যাপী উইন্টার ফেস্ট শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
পেনিনসুলায় সপ্তাহব্যাপী উইন্টার ফেস্ট শুরু ...

চট্টগ্রাম: ধোঁয়া ওঠা ভাপা, চিতই পিঠা থেকে শুরু করে দেশি বিদেশি ঐতিহ্যবাহী শতাধিক পদের সুস্বাদু খাবারের ডালি সাজানো হয়েছে নগরের তারকা হোটেল দি পেনিনসুলা চিটাগংয়ের লেগুনা রেস্টুরেন্টে।  

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় পেনিনসুলার লেভেল ৫-এ উইন্টার ফেস্ট এক্সট্রাভাগানজার উদ্বোধন করেন পেনিনসুলার জেনারেল ম্যানেজার সুমেধা গুণবর্ধন।

এ সময় বিভিন্ন বিভাগের প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

আয়োজকরা জানান, নগরে শীতকালীন বৈচিত্র্যময় খাবারের এটি বড় আয়োজন।

সপ্তাহব্যাপী উইন্টার ফেস্ট চলবে। প্রথম দিনই ভিড় জমে ভোজনরসিকদের।  

নাসিরাবাদ থেকে বন্ধুদের নিয়ে এসেছিলেন সৌরভ। তিনি জানান, পেনিনসুলার সব খাবারে অথেনটিক স্বাদ পেয়েছি। ফেস্টিভ্যালগুলোতে আমরা আসি দেশ-বিদেশের খাবারের সঙ্গে পরিচিত হতে। এবারও দারুণ খুশি। ডিনারে মাছ, মাংস, সবজির ভ্যারাইটি যেমন পেয়েছি তেমনি পিঠা উৎসব ও ডেজার্ট টেবিলও জমজমাট ছিল। আমার কাছে শীতের পিঠা, লাইভ স্টেশন ও আস্ত টার্কি ছিল লোভনীয়।  

পেনিনসুলার এক্সিকিউটিভ শেফের তত্ত্বাবধানে অভিজ্ঞ শেফ টিম শীতকালীন খাবারের অনন্য ও স্বতন্ত্র স্বাদ উপহার দিচ্ছেন ইন্টার ফেস্ট এক্সট্রাভাগানজার বুফেতে। রয়েছে লাইভ স্টেশনে তাৎক্ষনিক প্রস্তুতকৃত খাবারের স্বাদ গ্রহণের সুযোগ।  

নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারীরা ৪ হাজার ৫০০ টাকায় বাই ওয়ান গেট থ্রি ফ্রি এবং ৩ হাজার ৫০০ টাকায় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার উপভোগ করতে পারবেন।  

বিস্তারিত ফোনে (017 5555 4617,  017 5555 4551) জানা যাবে।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।