চট্টগ্রাম: চন্দনাইশ পৌরসভা নির্বাচনে দুই ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। বুধবার সকালে পৌনে নয়টার দিকে ভোটগ্রহণ শুরুর আগেই নির্বাচন কমিশন সচিব এ নির্দেশ দেন।
নির্বাচন কমিশন সচিবের নিদের্শে উপজেলার আসলাতুন চৌধুরী ফোরকানিয়া মাদ্রাসা ও গাছবাড়িয়া এ এন জে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোর সাড়ে ছয়টার দিকে ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই আসলাতুন চৌধুরী ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে কিছু দুর্বৃত্ত এসে ব্যালটে সিল মারা শুরু করে। এসময় তারা প্রায় ৯৫০ ব্যালটে সিল মেরেছে। আরেকটি কেন্দ্রে প্রকাশ্যে ব্যালটে সিল মারার ঘটনা ঘটেছে।
নির্বাচন কমিশন সচিবের কাছে এ অভিযোগ আসার পর তার নিদের্শে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ভোটগ্রহণ স্থগিত করেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে পরে ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরডিজি/আইএসএ/টিসি