মিরসরাই থেকে: মিরসরাই পৌরসভা নির্বাচনের বেশ কয়েকটি কেন্দ্রে বিএনপি এজেন্টদের বের করে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী রফিকুল পারভেজ।
তিনি বাংলানিউজকে বলেন, ভোটকেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে।
‘নির্বাচন সুষ্ঠু হচ্ছে না।
বুধবার সকাল সাড়ে আটটার দিকে মিরসারই পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দেন বিএনপি প্রার্থী রফিকুল পারভেজ।
এছাড়া সকাল সাড়ে নয়টার দিকে পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২ নম্বর কক্ষে ভোট দেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী এম গিয়াস উদ্দিন।
বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমআর/আইএসএ/টিসি