মিরসরাই থেকে: মিরসরাই পৌরসভা নির্বাচনে দুইটি ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ বিঘ্নিত হয়।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বারৈয়ারহাট পৌরসভার চিনকি আস্তানা সিএনবি বাংলো কেন্দ্রের বাইরে তিন কাউন্সিলর প্রার্থী বসর-শাহাদাত-আজিজুল হকের সমর্থকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
চিনকি আস্তানা কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার মো. আবু তাহের বাংলানিউজকে জানান, ভোটকেন্দ্রের বাইরে তিন কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
অপরেদিকে বেলা ১২টার দিকে মিরসরাই পৌরসভার শান্তিরহাট মাদ্রাসা কেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর প্রার্থী নবী-মজিবুর রহমানের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার নিজাম উদ্দিন বলেন, দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের কারণে শান্তিরহাট মাদ্রাসা কেন্দ্রে ৩০ মিনিটের মতো ভোটগ্রহণ স্থগিত ছিল। পরে ভোটগ্রহণ পরিস্থিতি স্বাভাবিক হয়।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমআর/আইএসএ/টিসি