সাতকানিয়া থেকে: সাতকানিয়া পৌরসভা নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাতকানিয়া উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন।
বুধবার দুপুরে সাংবাদিকদের কাছে স্থানীয়ভাবে দলের সর্বশেষ অবস্থানের কথা স্পষ্ট করতে গিয়ে এ দাবি জানান তিনি।
অভিযোগের সুরে শেখ মো. মহিউদ্দিন বাংলানিউজকে বলেন, আমাদের নেতাকর্মীরা ভোট দিতে যেতে পারছে না। ভোটাররা ভোট দিতে কেন্দ্রে যেতে পারছে না।
‘এ অবস্থায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্ভব নয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের পক্ষে নির্বাচনে থাকা সম্ভব নয়। ’
তাই সাতকানিয়ায় নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানান এ বিএনপি নেতা।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরডিজি/আইএসএ/টিসি