ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ড পৌর নির্বাচন

জাল ভোট ও বিশৃঙ্খলার চেষ্টা: আটক ৬

মো. মহিউদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
জাল ভোট ও বিশৃঙ্খলার চেষ্টা: আটক ৬

সীতাকুণ্ড (চট্টগ্রাম) থেকে: সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টা ও বিশৃঙ্খলার দায়ে ছয় জনকে আটক করা হয়েছে। তারা হলেন সিরাজ, রুবেল, সুমন, জামশেদ, নাজিম উদ্দিন ও মো. সোহেল।



বুধবার সকালে সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র এবং সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুব আলম বাংলানিউজকে জানান, জাল ভোট দেওয়ার চেষ্টা ও কেন্দ্রে বিশৃ্ঙ্খলা সৃষ্টির অভিযোগে দুটি কেন্দ্র থেকে ছয়জনকে আটক করা হয়েছে।
তাদের ভ্রাম্যমাণ আদালতে তাদের বিচার হবে।

** সীতাকুণ্ডে ভোট দিতে পারেননি বিএনপি মেয়র প্রার্থী

** ‘আব্বা আহত, এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমইউ/এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।