ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভোটাধিকার রক্ষায় কেন্দ্রে শতবর্ষী বৃদ্ধ মফিজর রহমান

মুহাম্মদ রিগান উদ্দিন, উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ভোটাধিকার রক্ষায় কেন্দ্রে শতবর্ষী বৃদ্ধ মফিজর রহমান ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরসরাই থেকে: মফিজর রহমান। বয়স ১০০ পেরিয়েছে।

এ বয়সেও উপস্থিত হয়েছেন ভোটকেন্দ্রে। লাঠি হাতে নাতির কাঁধে ভর দিয়ে এসেছেন ভোট দিতে।
  বুধবার মিরসরাই পৌরসভার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন শতবর্ষী এ বৃদ্ধ।

মফিজর রহমান বাংলানিউজকে বলেন, ‘আমি এদেশের নাগরিক।   দেশের জন্য যুদ্ধে গিয়েছি। ভোট আমার অধিকার। তাই অধিকার রক্ষায় ভোট দিতে কেন্দ্রে এসেছি। ’

তিনি বলেন, বয়স ১০০ চলছে। ১৮ বছরের পর থেকে প্রতিটি নির্বাচনে ভোট দিয়েছি। তবে আগে অনেক প্রার্থী নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করে নিলেও পরে নির্বাচিত হয়ে বেশিরভাগই তাদের কথা রাখেনি।

বৃদ্ধ মফিজ বলেন, বর্তমানে ভোটের মর্ম অনেক পাল্টেছে। এখন প্রার্থীদের মধ্যেও পরিবর্তন আসতে শুরু করেছে। তাই এবার সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে ভোটকেন্দ্রে এসেছি।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।