মিরসরাই থেকে: মফিজর রহমান। বয়স ১০০ পেরিয়েছে।
মফিজর রহমান বাংলানিউজকে বলেন, ‘আমি এদেশের নাগরিক। দেশের জন্য যুদ্ধে গিয়েছি। ভোট আমার অধিকার। তাই অধিকার রক্ষায় ভোট দিতে কেন্দ্রে এসেছি। ’
তিনি বলেন, বয়স ১০০ চলছে। ১৮ বছরের পর থেকে প্রতিটি নির্বাচনে ভোট দিয়েছি। তবে আগে অনেক প্রার্থী নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করে নিলেও পরে নির্বাচিত হয়ে বেশিরভাগই তাদের কথা রাখেনি।
বৃদ্ধ মফিজ বলেন, বর্তমানে ভোটের মর্ম অনেক পাল্টেছে। এখন প্রার্থীদের মধ্যেও পরিবর্তন আসতে শুরু করেছে। তাই এবার সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে ভোটকেন্দ্রে এসেছি।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমআর/আইএসএ/টিসি