চট্টগ্রাম: ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করায় রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মো. হারুণ নামের (উটপাখি) এক কাউন্সিলর প্রার্থীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. নিশাদুজ্জামান।
বুধবার বিকালে বিচার শেষে এ রায় দেওয়া হয়।
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ওয়ার্ডের দুজন কাউন্সিলর প্রার্থীই আওয়ামী লীগ ঘরানার।
দুজনের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। দুপুরের দিকে মজুমদারখীল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মো. হারুণ ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টাকালে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। এরপর বিকালে তার বিচার হয়।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এআর/আইএসএ/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।