মিরসরাই: পৌরসভা নির্বাচনে মিরসরাই উপজেলার বারৈয়ারহাটে আওয়ামী লীগের প্রার্থী নিজাম উদ্দিন বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী নিজাম উদ্দিন মোট ৫ হাজার ৫৬৬ ভোট পেয়েছেন।
বুধবার সকাল ৮টা থেকে বিকেলে চারটা পর্যন্ত একটানা পৌরসভার নয়টি কেন্দ্রের ২০টি কক্ষে ভোট গ্রহণ চলে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা তোফায়েল হোসেন বাংলানিউজকে বলেন, ৫ হাজার ৫৬৬ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ৩০১৫
এমইউ/টিসি