চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভায় মেয়র পদে জিতেছেন আওয়ামী লীগের প্রার্থী মাহবুবুল আলম খোকা।
তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৫২২ ভোট।
প্রতিদ্বন্দ্বী আরও দুই প্রার্থীর মধ্যে ইসলামী ফ্রন্টের মো. আবদুল হাকিম মোমবাতি প্রতীকে পেয়েছেন ৬৫৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন আহমেদ জগ প্রতীকে পেয়েছেন ৭৫৪ ভোট।
চন্দনাইশের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজদিা শারমিন বাংলানিউজকে জানিয়েছেন, মাহবুবুল আলম খোকাকে বেসরকারিভাবে নিবাচিত ঘোষণা করা হয়েছে।
নির্বাচনে ৭৬ দশমিক ৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানান রিটার্নিং অফিসার।
বাংলাদেশ সময়: ২১৪২ ডিসেম্বর ৩০, ২০১৫
আরডিজি/টিসি