চট্টগ্রাম: বাঁশখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিমুল হক চৌধুরী বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৩ হাজার ৩৩০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কামরুল ইসলাম হোসাইনী পেয়েছেন ৬ হাজার ৩৫০ ভোট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শামসুজ্জামান বাংলানিউজকে বলেন, ‘বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থী সেলিমুল হক চৌধুরী জয়ী হয়েছেন।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
টিএইচ/টিসি