চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া পৌরসভায় মেয়র পদে দ্বিতীয়বারের মতো জিতেছেন আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক হারুনুর রশিদ। গত নির্বাচনে জয়ী হয়ে তিনি বর্তমানেও মেয়র পদে আছেন।
তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তৌহিদুল আলম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫৩৫ ভোট।
পটিয়ায় জাতীয় পার্টির শামসুল আলম মাস্টার লাঙল প্রতীকে ৫ হাজার ৫০১ ভোট এবং বিএনপির বিদ্রোহী মোহাম্মদ ইব্রাহিম নারকেল গাছ প্রতীকে পেয়েছেন ২৭৫ ভোট।
পটিয়ার রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম বাংলানিউজকে জানিয়েছেন, অধ্যাপক হারুনুর রশিদকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫২ ডিসেম্বর ৩০, ২০১৫
আরডিজি/টিসি