খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী মো. শামছুল হক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ৩৩৬ ভোট।
দিনব্যাপী ভোট গ্রহণ ও গণনা শেষে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো.বাদশা মিয়া ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৩৮৬ ভোট।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এআর/টিসি