ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাটিরাঙায় আ’লীগের শামছুল হক জয়ী

অপু দত্ত, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
মাটিরাঙায় আ’লীগের শামছুল হক জয়ী মো. শামছুল হক

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী মো. শামছুল হক  বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ৩৩৬ ভোট।

  

দিনব্যাপী ভোট গ্রহণ ও গণনা শেষে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো.বাদশা মিয়া ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৩৮৬ ভোট।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আলী আশরাফ পেয়েছেন ৪১৯ ভোট। নির্বাচনে ১৫ হাজার ৫৭০ জন ভোটারের মধ্যে ১১ হাজার ১৪১ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।