ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাঙামাটিতে আওয়ামীলীগ প্রার্থী আকবর জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
রাঙামাটিতে আওয়ামীলীগ প্রার্থী আকবর জয়ী আকবর হোসেন চৌধুরী

রাঙামাটি: রাঙামাটি পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে মেয়র প্রার্থী নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ প্রার্থী আকবর হোসেন চৌধুরী। তিনি পেয়েছেন ১৭,৯৪৩ ভোট।



তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জনসংহতি সমিতি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ডা. গঙ্গা মানিক চাকমা নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১০,১৯৮ ভোট।

বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৭৩৫৫ ভোট।
বিএনপির বিদ্রোহী প্রার্থী রবিউল আলম রবি পেয়েছেন ২৩৫৮ ভোট।

রিটার্নি কর্মকর্তা মো. মোস্তফা জামান বুধবার রাত দশটায় জেলা প্রশাসকের কন্ট্রোল রুমে এই ফল ঘোষণা দেন।

রাঙামাটির মোট ২৮টিভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার ছিলো ৫৮৩৯৭ জন। এতে পুরুষ ভোটার ৩২১৭৯ জন ও মহিলা ভোটার ২৬২১৮ জন।

বাংলাদেশ সময়: ২১৫৩ ডিসেম্বর ৩০, ২০১৫
টিসি    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।