ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কার চালক নিহত

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কার চালক নিহত

চট্টগ্রাম: ফৌজদারহাটের ফকিরহাট এলাকার একটি রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় কারচালক মো. আনোয়ার হোসেন (৪০) নিহত হয়েছেন।   এসময় প্রাইভেট কারে থাকা আরও দুইজন আহত হন।



বৃহস্পতিবার সকাল সোয়া সাতটার দিকে ফকিরহাট এলাকার বেঙ্গল ব্রিজ লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেনের বাড়ি কুমিল্লার চান্দিনা থানার বোয়ালিয়া পাড়ায়।


রেলওয়ে থানার ওসি হিমাংশু দাশ বাংলানিউজকে বলেন, ঢাকামুখী সুবর্ণ রেলক্রসিং অতিক্রমের সময় প্রাইভেটকারটির রেললাইন পার হওয়ার চেষ্টা করে।   এসময় ট্রেনের ধাক্কায় কারটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় প্রাইভেট কারে থাকা তিনজনই আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তৃব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সময় ওই রেলক্রসিংয়ে কোন গেইটম্যান ছিল না জানিয়ে তিনি বলেন, ওই রেলক্রসিংয়ে একজন গেইটম্যান সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিউটিতে থাকে।   দুর্ঘটনার সময় সেখানে কোন গেইটম্যান ছিলনা।   গেইটম্যান থাকলে হয়তো দুর্ঘটনাটি এড়ানো যেত।

আহত দুইজন সীমা রি-রোলিং মিলে চাকরি করে বলে জানতে পেরেছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।