ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে ২০ শিক্ষার্থীকে বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
চবিতে ২০ শিক্ষার্থীকে বহিষ্কার

চট্টগ্রাম: ছাত্রী নির্যাতন, মারামারি, জঙ্গি সন্দেহ, বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপরাধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।



বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যায়নরত ২০জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ছাত্রী নির্যাতন, মারামারিসহ বিভিন্ন গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।


বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।