ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাংলালিংক সিপিজেএ’র পাশে থাকবে

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
বাংলালিংক সিপিজেএ’র পাশে থাকবে মতবিনিময় সভা শেষে কেক কাটেন অতিথিরা

চট্টগ্রাম: মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের কর্মকর্তারা চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিপিজেএ) নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (০৩ জানুয়ারি) সংগঠনের লাভ লেন কার্যালয়ে অনুষ্ঠত সভায় সিপিজেএ সভাপতি মশিউর রেহমান বাদল সভাপতিত্ব করেন।

সভায় বাংলালিংকের আইকন ম্যানেজার মোহাম্মদ আবদুল মোহাইমেন, আইকন ম্যানেজার মাহমুদ রশিদ, সিপিজেএর সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ, সহ-সভাপতি সুভাষ কারণ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে)  অর্থ সম্পাদক উজ্জ্বল ধর, সিপিজেএ’র যুগ্ম সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক রবি শংকর চক্রবর্তী, অর্থ সম্পাদক অনুরূপ টিটু, প্রদর্শনী সম্পাদক সোহেল সারোয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিপুল কুমার দে, উপদেষ্টা মোহাম্মদ ফারুক আলোচনায় অংশ নেন।

ত্রিদেশীয় আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড তুলে ধরায় বাংলালিংক কর্মকর্তারা সিপিজেএ নেতৃবৃন্দের প্রশংসা করেন।

ভবিষ্যতে এ রকম কর্মকাণ্ডে বাংলালিংক সিপিজেএর পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন কর্মকর্তারা।

তারা বাংলালিংকের সাম্প্রতিক বিভিন্ন করপোরেট সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করেন।

বিশেষ করে ইন্টারনেট সেবার মূল্যহ্রাস, নেটওয়ার্ক সম্প্রসারণ এবং উন্নত সেবার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন।  

সভা শেষে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কেক কাটা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।