ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে সিএমপি কমিশনারের পরামর্শ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে সিএমপি কমিশনারের পরামর্শ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে যেতে শঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান।

নির্বাচন উপলক্ষে শনিবার (২৯ ডিসেম্বর) দামপাড়া পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আশ্বাস দেন তিনি।

মো. মাহাবুবর রহমান বলেন, ‘ভোটকেন্দ্রে যেতে যাতে কেউ শঙ্কিত বোধ না করে।

আমাদের পুলিশ সদস্যরা বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি মোটিভেশনাল সভা করেছে, যাতে ওই এলাকার ভোটাররা ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত হন। ’

সিএমপি কমিশনার বলেন, ‘২০০১ সাল থেকে সকল নির্বাচন অ্যানালাইসিস করে যেখানে সংঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেসব জায়গায় সতর্ক অবস্থান নিয়ে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

সিএমপির প্রায় সাড়ে ৬ হাজার পুলিশ সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবেন। আমাদের মোট সদস্য প্রায় ৭ হাজার। বাকি সদস্যদের স্ট্যান্ডবাই রাখা হয়েছে। ’

মো. মাহাবুবর রহমান বলেন, ‘নগর ও আশপাশের এলাকাসহ ৬টি আসনে মোট ৫৯৭টি কেন্দ্র রয়েছে। ভোট কেন্দ্রগুলোকে আমরা ক্যাটাগরিতে ভাগ করেছি। সব ভোটকেন্দ্র আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টায় ভোটকেন্দ্রে নিরাপত্তা দিতে আমরা সক্ষম। ভোট কেন্দ্রভিত্তিক ফোর্সের পাশাপাশি পাঁচটি কেন্দ্র নিয়ে একটি করে মোবাইল টিম গঠন করেছি। প্রতিটি থানায় স্ট্রাইকিং টিম, ডিবি টিম, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, আনসার সদস্যরা কাজ করবেন। ’

তিনি বলেন, ‘জাতির এ গুরুত্বপূর্ণ অধ্যায়ের অংশ হতে পেরে পুলিশ বাহিনী গর্ববোধ করছে। আমাদের কাজ নিরাপত্তা দেওয়া। নিরাপত্তা দিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা। সব ভোটকেন্দ্রে পাঁচজন করে সশস্ত্র পুলিশ সদস্য থাকবে। ’

সিএমপি কমিশনার বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত এলাকাগুলো চিহ্নিত করে সেখানে বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে। ’

সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান ও অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।