ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাজনীতিতে বিএনপি জিতেছে : নোমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৯
রাজনীতিতে বিএনপি জিতেছে : নোমান আবদুল্লাহ আল নোমান

চট্টগ্রাম: নির্বাচনে বিএনপিকে হারানো হলেও রাজনীতিতে হারাতে পারেনি বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

সোমবার(৩১ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি করেন তিনি।

বিবৃতিতে আবদুল্লাহ আল নোমান বলেন, মামলা, গ্রেফতার ও হামলার মধ্যেও নেতাকর্মীরা কাজ করেছেন।

ভয়-ভীতির মধ্যেও ভোটাররা ভোট দিয়েছেন। এ জন্য তাদেরকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে। বিএনপি প্রার্থীদের হারানো হলেও, মাঠের রাজনীতিতে বিএনপি জয়লাভ করেছে।   এ নির্বাচনের মাধ্যমে আন্দোলনের প্রথম ধাপ পার হয়েছে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আনা পর্যন্ত এ আন্দোলন চলতে থাকবে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।