সোমবার(৩১ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি করেন তিনি।
বিবৃতিতে আবদুল্লাহ আল নোমান বলেন, মামলা, গ্রেফতার ও হামলার মধ্যেও নেতাকর্মীরা কাজ করেছেন।
তিনি বলেন, নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে। বিএনপি প্রার্থীদের হারানো হলেও, মাঠের রাজনীতিতে বিএনপি জয়লাভ করেছে। এ নির্বাচনের মাধ্যমে আন্দোলনের প্রথম ধাপ পার হয়েছে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আনা পর্যন্ত এ আন্দোলন চলতে থাকবে।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
জেইউ/টিসি