বেলা পৌনে ১১টার দিকে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন স্কুলে এসে পৌঁছানোর পর শেষ হয় তাদের অপেক্ষার পালা। বেলা ১১টার দিকে অতিথিদের সঙ্গে নিয়ে বই উৎসব-২০১৯ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
এর পরপরেই নতুন বই হাতে নিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেন শিক্ষার্থীরা।
তবে শুধু ডা. খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয় নয়, বছরের প্রথম দিনেই চট্টগ্রামের ২ হাজার ৬৬টি মাধ্যমিক এবং ৪ হাজার ৭৩০টি প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের হাতে হাতে পৌঁছে গেছে নতুন বই।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, ‘চট্টগ্রামের ২০ টি থানা ও উপজেলার ২ হাজার ৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পৌনে ১২ লাখ শিক্ষার্থীর হাতে মাধ্যমিকের ১ কোটি ৫২ লাখ ৪৮ হাজার ৮৮১ টি নতুন বই পৌঁছে দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনায় প্রতিটি শিক্ষার্থী যাতে নতুন বই পায় সে ব্যবস্থা আমরা করেছি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা বাংলানিউজকে জানান, নগর ও জেলার সরকারি-বেসরকারি ৪ হাজার ৭৩০টি প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুলের প্রায় ১০ লাখ শিক্ষার্থীর হাতে প্রায় ৪৮ লাখ নতুন বই আমরা পৌঁছে দিয়েছি। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৯
এমআর/টিসি