মঙ্গলবার (১ জানুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিনের আদালত এ আদেশ দেন বলে বাংলানিউজকে জানান চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক বিজন কুমার বড়ুয়া।
পুলিশের আবেদনের প্রেক্ষিতে গত বছরের ৭ ফেব্রুয়ারি রাউজান থানায় দায়ের হওয়া নাশকতা ও বিষ্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় বলে জানান বিজন কুমার বড়ুয়া।
এর আগে ২২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৯
এসকে/টিসি