ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘মেয়েরা দায়িত্বশীল হয়’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৯
‘মেয়েরা দায়িত্বশীল হয়’ সামশুল হক চৌধুরী

চট্টগ্রাম: শেখ হাসিনা সরকারকে শিক্ষাবান্ধব উল্লেখ করে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী বলেছেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে সরকার বিশ্বে নজির সৃষ্টি করেছে।

মঙ্গলবার (১ জানুয়ারি) শোভনদন্ডী স্কুল এন্ড কলেজের মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সামশুল হক বলেন, শিক্ষা ক্ষেত্রে সাফল্য সরকারের একটি বড় অর্জন।

গত ১০ বছরে পটিয়ায় শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। মেধাবী শিক্ষার্থীরা জাতির সম্পদ, তারা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে।
দেশ পরিচালনায় মেয়েদের এগিয়ে আসতে হবে। মেয়েরা দায়িত্বশীল হয়, দুর্নীতিবাজ হয় না।

তিনি বলেন, এ কলেজে ৩ কোটি ৮০ লাখ টাকার একটি আইসিটি ভবন এবং ৭০ লাখ টাকার একটি স্কুল ভবন দেয়া হয়েছে। এছাড়া পটিয়ায় আরও কয়েকটি স্কুলকে কলেজে উন্নীত করা হবে।

প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি মফজল আহমদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ দেবু, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, পটিয়া উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়:২০১২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।