মঙ্গলবার (১ জানুয়ারি) শোভনদন্ডী স্কুল এন্ড কলেজের মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণকালে তিনি এসব কথা বলেন।
সামশুল হক বলেন, শিক্ষা ক্ষেত্রে সাফল্য সরকারের একটি বড় অর্জন।
তিনি বলেন, এ কলেজে ৩ কোটি ৮০ লাখ টাকার একটি আইসিটি ভবন এবং ৭০ লাখ টাকার একটি স্কুল ভবন দেয়া হয়েছে। এছাড়া পটিয়ায় আরও কয়েকটি স্কুলকে কলেজে উন্নীত করা হবে।
প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি মফজল আহমদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ দেবু, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, পটিয়া উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়:২০১২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
জেইউ/টিসি