অধিদফতর সূত্রে জানা গেছে, পণ্য চালানটির কায়িক পরীক্ষার প্রতিবেদন বুধবার (২ জানুয়ারি) চট্টগ্রাম কাস্টম হাউসে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, অধিদফতরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ৬৬ মৌলভীবাজার, তাজমহল টাওয়ারের মেসার্স ওমর ট্রেড ইন্টারন্যাশনালের (BIN: 000644387) নামে আসা চালানটির খালাস সাময়িকভাবে স্থগিত করা হয়।
চালানটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের আগ্রাবাদের ১৭১৭ শেখ মুজিব সড়কের মরিয়ম ভিলার ফাতেমা ট্রেড এজেন্সি।
শতভাগ কায়িক পরীক্ষায় একটি কনটেইনারে ১ হাজার ১৬ কেজি চাবির রিংয়ের ঘোষণা থাকলেও পাওয়া যায় ১ হাজার ৩৭৭ কেজি। ১ হাজার ৫৭ কেজি ফেস্টিভ্যাল আর্টিকেলের বিপরীতে ১ হাজার ২৬৮ কেজি, ১ হাজার ৮০ কেজি নেইল কাটারের বিপরীতে ২ হাজার ৫৬০ কেজি, ২ হাজার ৫৬০ কেজি কটন বাডের বিপরীতে ৪ হাজার ৫৩১ কেজি, ৬৩৭ কেজি অর্ডিনারি শেভারের বিপরীতে ৪ হাজার ৩৬১ কেজি পাওয়া যায়। এ ছাড়া ঘোষণা বহির্ভূত ৩ হাজার ১০ কেজি প্যাড লক এবং ৭৫২ কেজি মেজারিং টেপ পাওয়া যায়।
এসব পণ্যের শুল্কায়নযোগ্য আনুমানিক মূল্য ১১ লাখ ৮২ হাজার ৬৩১ টাকা এবং ফাঁকি দেওয়া শুল্ককরের পরিমাণ আনুমানিক ৭ লাখ ৯৩ হাজার ৫৬১ টাকা । চালানটির মোট মূল্য ১৯ লাখ ৭৬ হাজার ১৯২ টাকা। ফাঁকি দেওয়া রাজস্বসহ পণ্যচালানটির মোট মুল্য ৫২ লাখ ১৫ হাজার ১৪৭ টাকা ।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
এআর/টিসি