শনিবার (২১ ডিসেম্বর) দিনগত রাতে আমুচিয়া, শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের শীতার্তদের কম্বল বিতরণ করেন তিনি। শীতার্তদের উদ্দশে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের জন্য কম্বল পাঠিয়েছেন।
এ সময় আমুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল দে, ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম, সাংবাদিক রাজু দে, দেবাশীষ বড়ুয়া রাজু, ছাত্রলীগ নেতা ইউনুচ আজম খোকন, পিআইও অফিস সহকারী মো. নুরুন্নবী, মনছুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
জানতে চাইলে ইউএনও আছিয়া খাতুন বাংলানিউজকে বলেন, এবার বোয়ালখালীর জন্য ৪ হাজার ৬০০ কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে জেলা প্রশাসন থেকে। প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-সদস্যদের মাধ্যমে দুস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হচ্ছে। আমি নিজে মুক্তিযোদ্ধাদের হাতে কম্বল তুলে দিয়েছি। এ ছাড়া দিনের বেলা অফিস শেষ করে রাতে সুবিধামতো সময়ে প্রকৃত শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করছি।
সরকারের পক্ষ থেকে শীতার্তদের কষ্ট নিবারণে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সরকারের পাশাপাশি বিত্তবানরাও যদি এগিয়ে আসেন তবে কেউ আর শীতে কষ্ট পাবেন না।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এআর/টিসি