সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সহকারী কমান্ড্যান্ট ( ট্রেনিং সেন্টার) সত্যজিৎ দাশের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন রেলওয়ের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পরিদর্শক রেজওয়ানুল রহমান রাসেলসহ অন্যান্য কর্মকর্তারা।
রেজওয়ানুল রহমান বাংলানিউজকে বলেন, উচ্ছেদকৃত জায়গার ওপর পুনরায় ঘরবাড়ি নির্মাণ করার খবর পেয়ে এ অভিযান চালানো হয়। যারা বসতি তোলার চেষ্টা করেছিল সেগুলো পুনরায় ভেঙে দেওয়া হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা বাংলানিউজকে বলেন, বিজয় দিবসের মাস হওয়ায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে চলমান অভিযান শিথিল করা হয়। মাসের শেষের দিকে আবারও অভিযান পরিচালনা করা হবে।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
জেইউ/এসি/টিসি