অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনার সময় বিচলিত না হয়ে তাৎক্ষণিক মোকাবেলায় কিভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব এবং এসব সমস্যায় সঠিক করণীয় কি এ ব্যাপারে সচেতনতা বাড়াতে এ কর্মশালার আয়োজন করা হয়।
দিনব্যাপী কর্মশালায় শিক্ষার্থীদের তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শাখার পরিদর্শক মো. বাহার উদ্দিন এবং সেফটি সলিউশন’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।
ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী নাজমুল হুদার পরিকল্পনায় ও তত্ত্বাবধানে আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় এমবিএ’র ৪৫ জন শিক্ষার্থী অংশ নেন।
কর্মশালায় ভবন নিরাপত্তা সংশ্লিষ্ট সমসাময়িক বিষয়, অগ্নিনিরাপত্তার চ্যালেঞ্জ ও সমাধান, শিল্প স্থাপনায় অগ্নিনির্বাপণের কৌশল, অগ্নিকাণ্ডের কারণ, দাহ্য পদার্থ সম্পর্কে অবহিতকরণ, অগ্নিকাণ্ড মোকাবেলায় কার্যকর বিভিন্ন মেথডলজির প্রয়োগ, অগ্নিনির্বাপনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম সম্পর্কে জানা ও এর ব্যবহার ইত্যাদি বিষয়ে ধারণা দেওয়া হয়।
এসময় শিক্ষার্থীরা আধুনিক সরঞ্জাম ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অগ্নিনির্বাপণ মহড়ায় অংশ নেন। পরে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এমআর/টিসি