সভায় সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও অর্থ কমিটির সভাপতি হাসিনা মহিউদ্দিন। উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন।
সভায় ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট প্রণয়নের প্রস্তুতি গ্রহণ করা হয়। গত ৩০ এপ্রিলে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়।
সভায় অর্থ কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য সাবিহা মুসা, প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, রেজিস্ট্রার খুরশিদুর রহমান, ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন এম মঈনুল হক ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এমআর/টিসি