ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অর্থ কমিটির সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অর্থ কমিটির সভা প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অর্থ কমিটির সভা

চট্টগ্রাম: প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অর্থ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও অর্থ কমিটির সভাপতি হাসিনা মহিউদ্দিন। উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন।

সভায় ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট প্রণয়নের প্রস্তুতি গ্রহণ করা হয়। গত ৩০ এপ্রিলে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়।

এছাড়া প্রিমিয়ার ইউনিভার্সিটির বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা এবং অনুমোদন দেওয়া হয়।

সভায় অর্থ কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য সাবিহা মুসা, প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, রেজিস্ট্রার খুরশিদুর রহমান, ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন এম মঈনুল হক ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।