নির্মাণ কাজ শেষ হলে এ ভবন থেকেই চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের সকল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
খুলশী থানা সংলগ্ন ভাড়া বাড়িতে এতদিন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের কার্যক্রম চলে আসছিল।
এ অবস্থায় নিজস্ব ভবন স্থাপনের জন্য সরকারের কাছে জমি চাইলে অবৈধ দখলদার উচ্ছেদ করার পর সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর প্রচেষ্টায় রেল থেকে বরাদ্দকৃত ৩৮ দশমিক ৮৪ শতক ভূমিতে এই কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ উদ্যোগ বাস্তবায়ন করবে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয় ও গণপূর্ত অধিদফতর।
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে আলোচিত এই কার্যালয়ের সীমানা নির্ধারণ প্রক্রিয়া উদ্বোধন করেন।
এ সময় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনাসহ চট্টগ্রাম রেঞ্জের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
জেইউ/টিসি