প্রতারক শাহ আলম ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা আত্মসাৎ করে নারায়নগঞ্জের সিদ্দিরগঞ্জে আত্মগোপনে ছিলেন।
রোববার (২৯ ডিসেম্বর) সকালে সিদ্দিরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে চট্টগ্রামে নিয়ে আসা হয়।
গ্রেফতার শাহ আলম বায়েজিদ থানাধীন বার্মা কলোনির মোখলেছুর রহমানের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বাংলানিউজকে বলেন, ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে এক বছর আত্মগোপনে থাকার পর নারায়নগঞ্জের সিদ্দিরগঞ্জ থেকে প্রতারক শাহ আলমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৫টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
ওসি মো. নেজাম উদ্দিন বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোহার রড, টিনসহ বিভিন্ন মালামাল সরবরাহ, কম দামে প্লট কিনে দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যবসায়ী ও ব্যক্তির কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে নেন। পরে সেই টাকা আত্মসাৎ করে পালিয়ে যান। তার কারণে অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়েছেন। শাহ আলমের গ্রেফতারের খবর শুনে অনেক পাওনাদার থানায় ভিড় করছেন।
রোববার বিকেলে আদালতের মাধ্যমে প্রতারক শাহ আলমকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
এসকে/টিসি