ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইঞ্জিনের গরমে পুড়লো গাড়ি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
ইঞ্জিনের গরমে পুড়লো গাড়ি

চট্টগ্রাম: ইঞ্জিন গরম হয়ে সৃষ্ট আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও জনপথ বিভাগের একটি পিকআপ। এতে গাড়িটির প্রায় অর্ধেক পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে নগরের নিউমার্কেট এলাকায় নুপুর মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের দুইটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, নিউমার্কেট এলাকায় নুপুর মার্কেটের সামনে ইঞ্জিনে অতিরিক্ত হিট থেকে সড়ক ও জনপথ বিভাগের পিকআপের আগুন ধরে। এতে পিকআপটি ক্ষতিগ্রস্ত হয়।

এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।