সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
এর আগে রেলওয়ের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযানের খবর পেয়ে জড়ো হতে থাকেন অবৈধ দখলদাররা।
সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় ৬০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এরমধ্যে ব্যবসা প্রতিষ্ঠান যেমন আছে তেমনি বসতিও রয়েছে।
ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিম বাংলানিউজকে বলেন, বিজয়ের মাস হওয়ায় এ মাসে অভিযান শিথিল করা হয়। আজ থেকে পুরোদমে আবারও অভিযান চালানো হচ্ছে। রেলওয়ের সম্পূর্ণ জায়গা উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট আশাবুল ইসলাম, সহকারী কমান্ডেন্ট সত্যজিৎ দাস ছাড়াও বাহিনীর ১৫ সদস্য ও আকবরশাহ থানা পুলিশ অভিযানে সহায়তা করছে।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
জেইউ/এসি/টিসি