ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মোছলেম উদ্দিনের সমর্থনে তারুণ্যের সমাবেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
মোছলেম উদ্দিনের সমর্থনে তারুণ্যের সমাবেশ বক্তব্য দেন মোছলেম উদ্দিন আহমেদ।

চট্টগ্রাম: আসন্ন চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদের সমর্থনে সমাবেশ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য।

রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় চান্দগাঁও ল্যান্ডমার্ক কমিউনিটি সেন্টারে তারুণ্যের সভাপতি আব্দুর রশিদ লোকমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদ।

তিনি বলেন, চান্দগাঁও-বোয়ালখালীর উন্নয়নের দায়িত্ব আমার।

১৩ জানুয়ারি সকল তরুণরা মিলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নৌকার মার্কায় ভোট দিবেন এবং অন্যদের ভোটদানে আগ্রহী করে তুলবেন।

তারুণ্যের চান্দগাঁও এর সমন্বয়কারী আলাউদ্দীন বাবু ও সাহাব উদ্দীন খালেক সাইফুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চসিক প্যানেল মেয়র জোবাইদা নারগিস, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ঈছা, সাবেক প্যানেল মেয়র রেখা আলম চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ নেতা শহিদুল কাওসার, আওয়ামীলীগ নেতা সেলিম রনি, খোরশেদ আলম, মো. নাছির উদ্দীন, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা জয়নাল আবেদিন, সুমন কান্তি নাথ, দিদারুল আলম, শাহীন খান, মোহাম্মদ তারেক, নগর ছাত্রলীগের সদস্য জাহেদ আলম, মুন্না, শেখ রাফান, মিঠুন, ইমরান হোসেন আরেফিন, সাজ্জাদ শাকিল, আসরাফুল আলম সাগর, ওমর ফারুক জিসান, মিঠুন বড়ুয়া, সিজান মুরাদ, আরাফাত, রুবেল বড়ুয়া, কামরুল ইসলাম, সোহেল, মনির সোহাগ সিকদার, আরমান রহিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।