চট্টগ্রাম: কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সব নথিপত্রে উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা হিসেবে লায়ন মো. মুজিবুর রহমানের নাম থাকলেও জোর করে তা দখলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রাক্তন চেয়ারম্যান সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে।
সোমবার (২১ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য মাহবুবা সুলতানা।
লিখিত বক্তব্যে মাহবুবা সুলতানা বলেন, ২০১৩ সালে ট্রাস্টি বোর্ড সেক্রেটারি লায়ন মো. মুজিবুর রহমানের পরিবার ও অন্য ট্রাস্টিদের আর্থিক অনুদানে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রতিষ্ঠাকালীন ট্রাস্টকে পাশ কাটিয়ে নিজেকে বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা দাবি করে তিনি অনেক শিক্ষক কর্মকর্তাকে অব্যাহতি দিয়ে নিয়োগ বাণিজ্য শুরু করেন। ট্রাস্টি বোর্ডের সদস্যরা এসব অপকর্মের প্রতিবাদ করলে সালাহউদ্দিন আহমদ বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা পুনঃনির্ধারণের জন্য গত ৭ জুন শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেন। কিন্তু ইউজিসির প্রতিনিধি দল পরিদর্শন শেষে যে প্রতিবেদন জমা দিয়েছেন তাতেও প্রতিষ্ঠাতা হিসেবে মুজিবুর রহমানের নাম উল্লেখ করেন। অথচ সালাহউদ্দিন আহমদ গায়ের জোরে নিজেকে প্রতিষ্ঠাতা দাবি করে বিশ্ববিদ্যালয়ে দখলদারিত্ব কায়েম করে প্রতিষ্ঠানটি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
এমএম/এসি/টিসি