চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: অধিকাল ভাতা পুনরায় চালুসহ তিন দফা দাবিতে ৩দিন কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্মচারী ইউনিয়ন।
সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন চবি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আব্দুল হাই।
তিনি বলেন, স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে পদোন্নতি, ৪টি উচ্চতর গ্রেড বহাল ও অধিকাল ভাতা (নির্ধারিত সময়ে দায়িত্ব পালনের পর অতিরিক্ত সময়কাল পর্যন্ত দায়িত্বরত থাকা) পুনরায় চালুর দাবিতে গত ১৭ ডিসেম্বর মানববন্ধন করেছি আমরা। চবি প্রশাসন কর্মচারী ইউনিয়নের ৩ দফা দাবির কোনও সুরাহা না করায় ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর ২ ঘন্টা করে (সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত) কর্মবিরতি পালন করবো।
তিনি বলেন, দীর্ঘদিন যাবত আমরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে। এ সময় সকল কর্মচারী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করবেন।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
এমএ/এসি/টিসি