ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নগর বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, পুলিশের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
নগর বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, পুলিশের অভিযান নগর বিএনপি কার্যালয়

চট্টগ্রাম: নগরের কাজীর দেউড়ির নাসিমন ভবন নগর বিএনপির কার্যালয়ের সামনে ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি।

 রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে পরপর ৪টি বিস্ফোরণের ঘটনা ঘটে।

কোতোয়ালী জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা বাংলানিউজকে বলেন, নগর বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়েছে।

তবে ককটেল বিস্ফোরণ নয়, আমরা ফটকা ফাটানোর আলামত পেয়েছি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

এর আগে দুপুরে নগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল থেকে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ। পরে বিকেলে পদবঞ্চিতরা এসে দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়।

ছাত্রদলের নতুন কমিটির আহ্বায়ক মো. সাইফুল আলম বাংলানিউজকে বলেন, পদবঞ্চিত কেউ আন্দোলন করার খবর আমাদের কাছে নেই। আমাদের নতুন কমিটিকে সবাই স্বাগত জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।