ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রেলের জায়গা থেকে ৭৫২ জন অবৈধ দখলদার উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
রেলের জায়গা থেকে ৭৫২ জন অবৈধ দখলদার উচ্ছেদ

চট্টগ্রাম: নগরের পাহাড়তলীতে দ্বিতীয় দিনের অভিযানে এক দশমিক ১২ একর জায়গা উদ্ধার করে ৭৫২ জন অবৈধ দখলদারকে উচ্ছেদ করেছে রেলওয়ে পূর্বাঞ্চলের ভূ-সম্পত্তি বিভাগ।

সোমবার (২৮ ডিসেম্বর) পাহাড়তলীর জোর ডেবা এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

এ সময় সেমিপাকা, টিনশেড ও ঝুপড়ি মিলিয়ে ৩০৬টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। উদ্ধার করা হয় রেলওয়ের এক দশমিক ১২ একর জায়গা।

এর আগে রোববারও (২৭ ডিসেম্বর) জোর ডেবা এলাকায় অভিযান চালিয়ে দশমিক ৭৮ একর জায়গা উদ্ধার করে ৪৭৫ জন অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুব উল করিম বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে পাহাড়তলীর জোড় ডেবা এলাকায় রেলওয়ের জমি অবৈধভাবে দখলে ছিলো। সেগুলো উদ্ধারে দ্বিতীয় দিনেও অভিযান চালানো হয়। এ অভিয়ান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
জেইউ/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।