ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পিসি রোডে গাড়ি পার্কিং, ১৩ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
পিসি রোডে গাড়ি পার্কিং, ১৩ হাজার টাকা জরিমানা চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রাম: নগরের বন্দর ও হালিশহর থানাধীন পোর্ট কানেক্টিং রোডে অবৈধভাবে বাস, ট্রাক, কাভার্ডভ্যান পার্কিং করে জনদুর্ভোগ ও যানজট সৃষ্টি করায় ২০ জনের বিরুদ্ধে মামলাসহ ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।

 

অভিযানকালে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।

এর আগে রোববার (২৭ ডিসেম্বর) দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের মাইজপাড়া ও ঈশান মিস্ত্রি হাট ও ডবলমুরিং থানার দেওয়ানহাট পোর্ট সিটি কমপ্লেক্সের সামনের সড়ক থেকে ২০টি দোকান উচ্ছেদ করা হয়।

এ সময় ৮ জনকে ১৪ হাজার টাকা জরিমানা করে চসিকের ভ্রাম্যমাণ আদালত।  

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
এআর/টিসি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।