চট্টগ্রাম: সীতাকুণ্ড থানার ফৌজদার হাট এলাকায় রাস্তা দিয়ে হাটার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. মারুফ (১৮) নামে এক পথচারী নিহত হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে আব্দুল্লাহ ঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মারুফ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কালঘড়া এলাকার মোল্লা বাড়ির মো. মতিনের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, রাস্তা দিয়ে হাটার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. মারুফ নামে এক পথচারী গুরুতর আহত।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
এমআই/টিসি