ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জলাশয় ভরাট করে স্থাপনা নির্মাণ করায় জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
জলাশয় ভরাট করে স্থাপনা নির্মাণ করায় জরিমানা

চট্টগ্রাম: অনুমোদিত মাত্রার চেয়ে অতিরিক্ত মাত্রায় তরল বর্জ্য নির্গমণ ও জলাশয় ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগে তিন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জারিমানা করেছে পরিবেশ অধিদফতর।  

রোববার (৩০ জানুয়ারি) পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ে পরিচালিত এনফোর্সমেন্টের শুনানী শেষে এ জারিমানা আদায় করা হয়।

 

জানা গেছে, পুকুর সাদৃশ্য জলাশয় ভরাটের অভিযোগে মো. নুরুল আফসার নামে এক ব্যক্তিকে ৩৪ হাজার ৫৯ টাকা, একই অপরাধে আবু বক্কর নামে আরেক ব্যক্তিতে ১৪ হাজার ৬৫৭ টাকা জরিমানা করা হয়। এছাড়া অনুমোদিত মাত্রার চেয়ে অতিরিক্ত মাত্রায় তরল বর্জ্য নির্গমনের অভিযোগে আনন্দ কেমিক্যালস ইন্ডাসট্রি নামে একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার ২৪ টাকা জরিমানা করা।

 

পরিবেশ অধিদফতর চট্টগ্রামের উপ পরিচালক মিয়া মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, সরেজমিন তদন্তে গিয়ে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ বিনষ্টের প্রমাণ পাওয়া যায়। পরে কার্যালয় কর্তৃক পরিচালিত এনফোর্সমেন্ট শুনানী শেষে মোট ৫১ হাজার ৭৪০ টাকা ক্ষতিপূরণ বাবদ জরিমানা আদায় করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।